প্রধান মেনু

সাভারে উৎসবমুখর পরিবেশে পালিত হলো খৃষ্ট্রীয় ধর্মাবলম্বীদ‌ের প্রধান ধর্মীয় উৎসব “বড়দ‌িন”

সিরাজুল ইসলাম: সারা দেশের  অন্যান্য এলাকার মতো  সাভারেও নানান আয়োজনে উৎসবমুখর পরিবেশে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হলো।

সোমবার(২৫ ডিসেম্বর)সকাল থেকেইসাভারের ধরেন্দ্রায় খ্রিষ্টধর্মাবলম্বীদেরকেন্দ্রীয় মিশনে আনন্দ-আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে তাঁরা দিনটি উদযাপন করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ডা.এনামুর রহমান।এসময় তিনি বলেন, আমরা বাংলাদেশের জনগন শান্তি  প্রিয় মানুষ।বর্তমান প্রধান মন্ত্রী সকল ধর্মের মানুষের মধ্যের মধ্যে মৌত্রি স্থাপন করেছেন।সকলেই এখন শান্তিতে বসবাস করতে পারে।কারো মাঝে নেই কোন ভেদাভেদ।সকলেই মিলে সকল ধর্মের উৎসব আনন্দের সাথে পালন করে।

এসময় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরেন্ডা ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার আলবাট টমাস রোজারিও, সাভার বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন হোসেন, সাভার ৮ নং ওর্য়য়াডের কাউন্সিলর মো:সেলিম মিয়া, ধরেন্ডা মিশন তরুন সংঘের সভাপতি হিমেল থিওটোনিয়াস রোজারিও প্রমুখ সহ অন্যান্য অতিথিবৃন্দ।

সাভারে প্রায় ৬ হাজার খ্রিষ্টধর্মাবলম্বীদেরবসবাস। সকাল থেকেই দিনটি উপলক্ষে কেক তৈরি করা ও খাবারের বিশেষ আয়োজন করে। বড়দিন উপলক্ষে গির্জা সাজানো হয়েছে জমকালো সজ্জায়।

সাভারে বড়দিন উপলক্ষে গির্জার নিরাপত্তা ব্যবস্থাও ছিল বেশ চোখে পড়ার মত।