প্রধান মেনু

সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছা পৌরসভার ১৪০নং সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ ও বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী বিএম ফরিদুজ্জামান, প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, দাতা সদস্য আমজাদ আলী গাজী, ঠিকাদার সোহেল হোসেন, শিক্ষক ফাতেমা খাতুন, ছায়রা খাতুন, আব্দুস সালাম ও ফারহানা। উল্লেখ্য, ৮৫ লাখ ২২ হাজার ব্যয় সম্বলিত বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবনটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর। নির্মাণ কাজ করছেন মেসার্স এমএম ব্রাদার্স।