প্রধান মেনু

সদরপুরে সমকাল সুহৃদ সমাবেশের নতুন কমিটি গঠন 

মোঃ মামুন অর রশিদ, (সদরপুর প্রতিনিধি): সদরপুর  উপজেলায় সমকাল সুহৃদ সমাবেশের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ  সোমবার সদরপুর থানা চত্ত্বরের গোল ঘরে এক আলোচনা সভার মধ্যে দিয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের প্রধান উপদেষ্টা ও সমকাল প্রতিনিধি এম.এম.শাহজাহান বাকি মিয়া, উপদেষ্টাদের মধ্যে ছিলেন সদরপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার, সাবেক চেয়ারম্যান কাজী খলিলুর রহমান, প্রফেসর দেলোয়ার হোসেন, সেকেন্ড অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার, (ওসি তদন্ত) মোঃ জুয়েল হোসেন, সমাজসেবক রিপন হাওলাদার।
এসময় উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন সমকাল প্রতিনিধি এম.এম.শাহজাহান বাকি মিয়া, ওসি সুব্রত গোলদার, সমাজসেবক রিপন হাওলাদার, সুহৃদ সমাবেশের সভাপতি মাসুদ হাওলাদার, সাধারণ সম্পাদক তানভীর তুহিন প্রমুখ। সমকাল সুহৃদ সমাবেশের উক্ত নতুন কমিটিতে উপস্থিত সকলের সিদ্ধান্তে সভাপতি হিসাবে নির্বাচিত হন মাসুদ হাওলাদার, সহ-সভাপতি মোঃ মামুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক তানভীর তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক শিশির খান ও সাইফ মাহমুদ ঈমন, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুষার শিকদার, মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা বেগম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কামরুল হাসান শিমুল, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক কাইয়ুম হাওলাদার, সমাজকল্যাণ সম্পাদক রবিন মন্ডল, কার্যকরি সদস্য, হাসিবুল আদনান শান্ত, মুরাদ হোসেন, শচিন, মৃদুল, নাজমুল, রবিন, নিলয়,আনোয়ার হোসেন ও সোহান।