প্রধান মেনু

সদরপুরে রাফসান হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন

মোঃ মামুন অর রশিদ (সদরপুর সংবাদদাতা) : ফরিদপুরের সদরপুরে ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতীর শিশুপুত্র রাফসানের হত্যাকাণ্ডের বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ সকাল ১১টায় সদরপুর থানার সামনে প্রধান সড়কে এই মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয় ।
গত ১৮ মে বিকেল ৩ টার দিকে চেয়ারম্যানের ১৭ রশির বাসায় ঢুকে এলোপাথাড়ি কুপিয়ে চেয়ারম্যানের স্ত্রী ও শিশুপুত্রকে জখম করে এরশাদ নামের এক যুবক, হাসপাতালে নেয়ার পথে শিশু রাফসান এর মৃত্যু হয়, ঐদিন সন্ধ্যা ছয়টায় উপজেলার আটরশির টিএন্ডটি টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন এরশাদ।
ঘটনার ১৩ দিন পরে ৯ জনকে আসামী করে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলার বাদী । এই খুনের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন কয়েক হাজার নারী ও পুরুষ ।
মানববন্ধন কর্মসূচিতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান খান বলেন অনতীবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে অন্যথায় ফরিদপুর প্রেসক্লাব সহ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি দেয়া হবে।