প্রধান মেনু

সদরপুরে ঈদ আনন্দ করতে গিয়ে দুর্ঘটনায় নিহত ১ আহত ৬

নিজস্ব প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের সদরপুর চরভদ্রাসন সড়কের কানছিরামের ডাঙ্গী নামক স্থানে ঈদ আনন্দ উৎসব করার সময় সড়ক দুর্ঘটনায় মিলন কাজী (১২) নামের এক কিশোর নিহত হয় ও সাকিল সরদার (১০), সাঈম (১৪), সিরাজ (১৫), সবুজ (১৭), তারিপ (১০) ও শিপ্রা (১৩) নামের ৬জন আহত হয়। আহতদের প্রথমে সদরপুর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিক্যালে প্রেরণ কার হয়। জানাগেছে, ঈদের দিন ১৪জুন সকাল অনুমান ১১টায় সবুজের নেতৃত্বে ৭ কিশোর একটি খোলা নছিমনে বক্সসেট নিয়ে উচ্চ সরে গান বাজিয়ে ঈদ উৎসব করছিল । রাস্তা পারাপারের সময় শিপ্রা নামক এক পথচারীকে চাপাদিয়ে নছিমনটি কানছিরামের ডাঙ্গী স্থানে গভীর খাদে পড়ে যায় ও হত-আহতের ঘটনা ঘটে।