প্রধান মেনু

সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে ভিয়েতনামের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া (Tran Van Khoa)  রোববার সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সাথে তাঁর সচিবালয়স্থ অফিসে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে বন্ধুপ্রতিম দু’দেশের মধ্যে শিল্প-সাহিত্য-সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় জোরদারকরণ বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, ভিয়েতনামের জাতির জনক হো চি মিনের ওপর নির্মিত একটি ‘ড্যান্স থিয়েটার’ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পরিবেশিত হবে। এটি পরিচালনা করেছেন বাংলাদেশের তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের পরিচালক পূজা সেনগুপ্ত। তিনি এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার অনুরোধ করেন। তিনি আরো জানান, ভিয়েতনামে প্রতি তিন বছর অন্তর একটি আন্তর্জাতিক নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়। ২০১৭ সালে এ প্রতিযোগিতায় বাংলাদেশের একটি নৃত্যদলসহ ১৭টি দেশের নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করেছিল। তিনি আগামীতে এ প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণের ব্যাপারে প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। প্রতিমন্ত্রী এ ব্যাপারে রাষ্ট্রদূতকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি দু’দেশের সাংস্কৃতিক বিনিময় জোরদারকরণের জন্য ভিয়েতনামের একটি সাংস্কৃতিক দলকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে প্রেরণে সহায়তা করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।