শ্রীলংকায় শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

কলম্বো (শ্রীলংকা), ৫ আগস্ট : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শ্রীলংকায় বাংলাদেশ হাইকমিশনে আজ শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে তাঁর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ধারাবাহিক সুখ, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে শেখ কামালের জীবন ও কর্মের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। হাই কমিশনার তারেক মোঃ আরিফুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচকগণ শেখ কামালের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতা-পূর্ব এবং স্বাধীনতা-পরবর্তী জাতি গঠনে তাঁর ভূমিকা বিশেষ করে সাংস্কৃতিক এবং ক্রীড়া ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। হাই কমিশনার তাঁর বক্তব্যে শেখ কামালের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন, বিশেষ করে মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং বাংলাদেশের তৎকালীন তরুণ সমাজকে নেতৃত্ব প্রদানে তাঁর উল্লেখযোগ্য ভূমিকার ওপর আলোকপাত করেন। তারুণ্যের প্রতীক হিসাবে শেখ কামালের আদর্শে অনুপ্রাণিত হয়ে সোনার বাংলা বিনির্মাণে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের জন্য হাইকমিশনার আহ্বান জানান।
অনুষ্ঠানটি করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত স্থানীয় স্বাস্থ্য নির্দেশাবলী মেনে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।