শৈলকুপায় সবজি ক্ষেত থেকে গভীর রাতে ১৫টি গাঁজার গাছ উদ্ধার করলেন সার্কেল এএসপি, গাঁজা চাষী আটক

শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ প্রতিনিধি, ০৭মে ২০২০ঃ গভীর রাতে অভিযান চালিয়ে ১৫টি গাঁজা গাছ উদ্ধার করেছেন শৈলকুপা সার্কেলের এএসপি আরিফুল ইসলাম।তিনি বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামের একটি সবজি ক্ষেত থেকে গাঁজা গাছগুলো উদ্ধার করেন। এসময় গাছের মালিক সোহাগ নামের একজনকে আটক করা হয়েছে। শৈলকুপা ও হরিণাকুন্ডুর দায়িত্বে থাকা সার্কেল এএসপি আরিফুল ইসলাম, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন পদমদী গ্রামের মাঠে পান বরজের আড়ালে সবজি ক্ষেতে অভিনব কৌশলে গাঁজার চাষ হচ্ছে।
গাছগুলো বড় হয়ে গেছে ও ঘ্রাণ ছড়াতে শুরু করেছে।দ্রুতই গাঁজার গাছগুলো পরিপক্ক হয়ে উঠবে। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে সেখানে ১৫ টি গাছ পাওয়া যায়। শৈলকুপা থানার এসআই পলাশের সহযোগিতায় গাঁজার গাছগুলো উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। এসময় গাছের মালিক সোহাগকে আটক করা হয়। সে পদমদী গ্রামের তারিফ মন্ডলের ছেলে।
তিনি আরো জানান, উদ্ধারকৃৃত গাছগুলো গাঁজার নাকি অন্য কিছু তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, উদ্ধারকৃত গাছগুলো যাচাই বাছাই করে আটককৃতকে আদালতে পাঠানো হবে। শৈলকুপার সেখপাড়া পদমদি এলাকার আমিরুল ইসলাম বলেন,এ এলাকায় গাঁজা চাষ নতুন নয়।
এর আগেও একাধিকবার বড় বড় গাছসহ চাষীকে গ্রেফতার করেছে পুলিশ। ত্রিবেণী ইউনিয়নে বাঘা বাঘা মাদক ব্যবসায়ী রয়েছে। কখনো পুলিশ তাদের গ্রেফতার করেছে, কখনো নানা মহলের দালাল দৌরাত্বের ছত্রছায়ায় সখ্যতা হয়েছে। এভাবে আর কতকাল ! মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজ কে বাঁচাতে হলে এদের নেপথ্য গডফাদারদের বিরুদ্ধে কঠোর হতে হবে ঝিনাইদহ পুলিশ সুপারকে।