প্রধান মেনু

শিক্ষার্থীদের মনে প্রাণে জাতির পিতার জীবন- আদর্শ ধারণ করতে হবে—-মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

গজারিয়া (মুন্সিগঞ্জ), ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, শিক্ষার্থীদের জীবনের শুরু থেকেই মনে প্রাণে জাতির পিতার জীবন ও আদর্শ ধারণ করতে হবে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। শুধু জিপিএ-৫ পেলেই চলবে না, সুনাগরিক ও ভালো মনের মানুষ হতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলার, সোনার মানুষ হতে হবে। নিজের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে দেশের উন্নয়ন ও মানুষের সেবা করতে হবে।

প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, জাতির পিতা ১৯৭৩ সালে ৩৭ হাজার ৬৭২টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও বিনামূল্যে বই বিতরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার প্রসারে গুরুত্ব আরোপ করে নানা কার্যকর পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ এবং ১ লাখ ২০ হাজার শিক্ষকের চাকরি সরকারি করেন।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ মুন্সিগঞ্জের গজারিয়ায় ‘গজারিয়া ইনস্টিটিউট অভ্ সায়েন্স এন্ড টেকনোলজি’ আয়োজিত গজারিয়া উপজেলার এসএসসির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গজারিয়া ইনস্টিটিউট অভ্ সায়েন্স এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা ড. এম এ মান্নান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল মাহফুজ, শিক্ষাবিদ হাফিজ আহমদ।

অভিভাবকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, পরিবারই সন্তানদের নৈতিকতা শিক্ষার প্রথম প্রতিষ্ঠান। আপনার সন্তান যেন অসৎ সঙ্গ, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসী  ও সমাজবিরোধী কোন কাজে না জড়ায়। সন্তানেরা যেন স্মার্ট ও ডিজিটাল প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর খারাপ বিষয়গুলো বর্জন করে সে সব বিষয়ে খেয়াল রাখতে হবে। এজন্য সন্তান কোথায়, কাদের সাথে ও  কখন যায় সে বিষয়ে নিজের কর্মব্যস্ত জীবনেও তা খেয়াল করতে হবে। অনুষ্ঠানে গজারিয়া উপজেলার সাতশত এসএসসি কৃতি শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সংবর্ধনা ও ক্রেস্ট  প্রদান করা হয়।

দৈনিক সভ্যতার আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগদান:

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আজ মুন্সিগঞ্জের গজারিয়ায় ‘গজারিয়া ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি’ প্রাঙ্গণে দৈনিক সভ্যতার আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, গণমাধ্যম সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বেগবান করে। সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে গণমাধ্যমের ভুমিকা রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব সরকার। বর্তমানে বাংলাদেশে ৩৫টি টেলিভিশন চ্যানেল চালু এবং ২ হাজার ৬৫৪টি পত্রিকা প্রকাশিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন। এ ট্রাস্ট থেকে দুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে। দৈনিক সভ্যতার আলো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে সব শ্রেণীর পাঠকের মন জয় করেছে। পত্রিকাটির এ অগ্রযাত্রা আগামী দিনেও অব্যাহত থাকুক- সভ্যতার আলো ৮ বছর পদার্পণ উপলক্ষ্যে এটাই প্রত্যাশা।

প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও দৈনিক ‘সভ্যতার আলোর সম্পাদক ও মুন্সীগঞ্জের বিশিষ্ট সাংবাদিক মীর নাসির উদ্দিন উজ্জ্বলসহ গণমাধ্যমকর্মী ও সুধীবৃন্দ।