প্রধান মেনু

লা লিগায় দ্বিতীয় স্থানে উঠে এলো এ্যাথলেটিকো মাদ্রিদ

সুপারস্টার ফার্নান্দো তোরেসের একমাত্র গোলে আলাভেসকে পরাজিত করে স্প্যানিশ লা লিগা টেবিলে ভ্যালেন্সিয়াকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এ্যাথলেটিকো মাদ্রিদ। ১৬ ম্যাচ শেষে এ্যাথলেটিকোর সংগ্রহ ৩৬ পয়েন্ট। এইবারের কাছে অপর ম্যাচে ১-২ গোলে পরাজিত হয়ে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ভ্যালেন্সিয়া। এই নিয়ে গত তিন ম্যাচে দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল ভ্যালেন্সিয়া। আগামী সপ্তাহে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে জিততে পারলে বার্সেলেনোর সামনে সুযোগ আসবে এ্যাথলেটিকোর থেকে ৬ ও রিয়াল মাদ্রিদের থেকে ১১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবার। তার আগে অবশ্য আগামীকাল কাতালান জায়ান্টদের বিপক্ষে মাঠে নামবে ডিপোর্তিভো লা করুনা। এবারের মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে এ্যাথলেটিকো।



(পরের খবর) »