রিয়ালের বার্নাব্যুর ‘ত্রাস’ মেসি

কোন মাঠে গোল করতে বেশি পছন্দ করেন? এমন প্রশ্নের উত্তরে লিওনেল মেসি হয়ত মুচকি হেসেই বলবেন, সান্তিয়াগো বার্নাব্যুতে! কেনইবা নয়। এল ক্লাসিকোতে করা ২৪ গোলের ১৪টিই যে ওই মাঠে করেছেন, সেই মাঠকে অগ্রাধিকারের কোণে রাখা স্বাভাবিকই আর্জেন্টাইন অধিনায়কের জন্য। রিয়ালের মাঠে যতবারই পা পড়েছে, প্রতিবারই নিজের নামের পাশে একটি করে গোল যোগ করেছেন মেসি।
সেই ২০০৯ সালের ২মে থেকে শুরু। সেবার পেপ গার্দিওলার দল ৬-২ গোলে বিধ্বস্ত করে ফেরে রিয়াল মাদ্রিদকে। মেসির পা থেকে এসেছিল ২ গোল। পরের মৌসুমে আবারও গোল। যে পায়ে সচরাচর শট নেন না, সেই ডান পা দিয়েই লস ব্লাঙ্কোসদের কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে বোকা বানান আর্জেন্টাইন ফুটবল জাদুকর। ২০১০/১১ মৌসুমে কয়েকদিনের ব্যবধানে দুবার সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে রিয়াল খেলোয়াড়দের ঘোল খাইয়ে ফেরেন মেসি।
লিগ ক্লাসিকোতে স্পটকিক থেকে গোল করার পর চ্যাম্পিয়ন্স লিগে স্বাগতিকদের একাধিক রক্ষণসেনানীকে বোকা বানিয়ে বার্নাব্যুর ইতিহাসে অন্যতম সেরা গোলটি করেন এলএম টেন। পরের মৌসুমেও পেপে ও ক্যাসিয়াসকে বোকা বানিয়ে গোল করেন মেসি। স্প্যানিশ সুপার কোপায় গোল পেয়েছেন ফ্রি-কিক থেকে। ২০১২/১৩ মৌসুমে ডিয়েগো লোপেজকে বোকা বানিয়ে বল জালে জড়ানোটা ছিল সারাজীবন গল্প করে বেড়ানোর মত একটি গোল।
আর গত মৌসুমে এল ক্লাসিকোতে নিজের দ্বিতীয় হ্যাটট্রিকটি মেসি পেয়েছেন এই বার্নাব্যুতেই। শেষমুহূর্তে তার গোলেই ৪-৩ ব্যবধানের জয় নিয়ে ফেরে বার্সা। এরপরও অবশ্য লিগ জেতা হয়নি। শনিবার আবারও বার্নাব্যুতে ফিরছেন ক্লাসিকোয় রাজত্ব করা মেসি। রিয়ালের মাঠে ১৫তম গোলটি শুধু দলকে এগিয়ে নেবেই না, নিজের ট্রফি কেসে আরেকটি পিচিচি ট্রফি যোগ করার পথও অনেকখানি এগিয়ে দেবে কাতালান ভরসাকে।