রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীরমুক্তিযোদ্ধা হাজি আব্দুর রহমান মোল্যা

আনোয়ারুল ইসলাম জামিল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের উথলী আমডাংগা গ্রাম নিবাসী মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহমান মোল্যা (৭০) মঙ্গলবার দিবাগত রাত ৮টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার বাদ জোহর উথলী আমডাঙ্গা কাজি ফরিদা সিরাজ উচ্চ বিদ্যানিকেতন মাঠে মরহুমের নামাজে জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদা
শেষে আমডাঙ্গা গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।
রাষ্ট্রীয় মর্যাদা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশামসনের পক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামিম আরা ও মধুখালী থানার একদল পুলিশ বাহিনীর সদস্য, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার খুরশীদ আলম ভুইয়া, সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মীর নাজমুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বীরমুক্তিযোদ্ধাবৃন্দ।