প্রধান মেনু

রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ মোত্তাহিদার মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

ঢাকা, ১৭ পৌষ (১ জানুয়ারি) : রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ মোছাঃ মোত্তাহিদা হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ এক শোকাবার্তায় মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিচারক মোত্তাহিদার মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার।

মোছাঃ মোত্তাহিদা হোসেন  ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে  রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।