রাজধানীর মিরপুরে সেলিম হত্যার শোক ও প্রতিবাদ সভা

বিশেষ প্রতিনিধি: গতকাল রাজধীর গাবতলীতে এস এ খালেক প্লাজার ২য় তলায় জাতীয় সড়ক পরিবহন মটর শ্রমিক ফেডারেশন ও জাতীয় পার্টির উদ্যোগে বড়বাজারের সেলিম হত্যার শোক ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এসময় নিহত সেলিমের আত্মারমাগেফরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল শেষে একটি শোক প্রতিবার মিছিল খালেক প্লাজা হতে প্রদক্ষিন করে মাজার রোড হয়ে গাবতলী আন্ত:জেলা বাস টার্মিনালে শেষ হয়। মিছিলটি শেষে বক্তারা সেলিম নেপথ্যে যারা রয়েছেন তাদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক্ত শাস্তির দাবী করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সড়ক পরিবহন মটর শ্রমিক ফেডারেশনের সভাপতি ও জাতীয় পার্টির নব্য যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক। তিনি বলেন, দেশের রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকের হত্যা মামলা খুব দ্রুত নিষ্পত্তি হয় কিন্তু শ্রমিক হত্যার বিচার কেন এত ধীর গতিতে হয়? দেশের বিভিন্ন হরতাল,ধর্মঘট উপেক্ষা করে সরকারের নির্দেশ মেনে জীবন বাজি রেখে রাজপথে নামে এই শ্রমিকেরা। তার প্রতিদানে শ্রমিক হত্যার দ্রুত বিচারের দাবি করেন তিনি।
এসময় জাতীয় সড়ক পরিবহন মটর শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক মেহেদী হাসান শিপন, সিনিয়র সহ সম্পাদক মো: সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, জমিরুল হক লিটন প্রচার সম্পাদক কেন্দ্রিয় কমিটি, জাতীয় পাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদ হাসান, জাতীয় পাটির সদস্য সচিব রাজ মোহাম্মদ ওমর ফরুক, মহানগর কেন্দ্রীয় নেতা প্রদীপ, জাতীয় পাটির শাহ আলী থানা আহ্বায়ক মাহফুজ মোল্লাসহ ফেডারেশনের অন্যান্য শ্রমিক নেতা ও জাতীয় পার্টির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে নিহত সেলিমের বড় ভাই আনিসুর রহমান মাননীয়
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে কান্না বিজড়িত কন্ঠে বক্তব্যে বলেন, একজন মানুষ মৃত্যুর আগ মুহুর্তে কখনও মিথ্যা কথা বলতে পারে না। আমার ভাই আমাকে বার বার মৃত্যুর আগে মোবাইল ফোনে বলছিল ভাই আমারে জহির মাইরা ফালাইতেছে,আমারে বাচাও। বলতে গিয়ে বাকরুদ্ধ হয়ে যায় আনিসুরের।