রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ৫ টি রিভলবার ১০ রাউন্ড গুলিসহ ১জনকে গ্রেফতার করেছে র্যাব-২

হাসিব রহমানঃ র্যাবকে প্রতিষ্ঠা করা হয়েছে মাদক মাদক ব্যবসায়ী, অবৈধ অস্ত্র, অস্ত্রধারী সন্ত্রাসী এবং অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য। র্যাব এসব ঝুকিপূর্ণ কাজ সততা এবং সাহসের সাথে করে আসছে বিধায় র্যাবের সুনাম দিন দিন বেড়ে যাচ্ছে। র্যাবের এই সুনামকে ধরে রাখতে র্যাব-২ এর গোয়েন্দা জাল এবং টহলকে আরো বিস্তার করেছে। যে জালে ধরা পড়ছে বড়বড় সব অপরাধীরা। ঠিক তেমনি রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ৫ টি রিভলবার ও ১০ রাউন্ড গুলিসহ ১জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২। র্যাব-২এর এই অভিযান চলে ৩০ ডিসেম্বর ২০১৭ রাত আনুমানিক ৯.৫দিকে।
র্যাব-২ সুত্রে জানা যায়,র্যাব-২ এর একটি আভিযানিক দল তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান পরিচালনাকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বিদ্যুৎ অফিসের গলি সংলগ্ন গভর্মেন্ট প্রিন্টি প্রেসের উত্তর পাশে ১জন ব্যক্তি র্যাব সদস্যদের দেখে ইতস্তত বোধ করে অন্যদিকে চলে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যগন তাকে পরিচয় জিজ্ঞাসা করতে দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে জানায় তার নাম মোঃ রুবেল মিয়া (২২), পিতা- আজিম উদ্দিন, সাং- বনগাঁও, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ।
কিন্তু র্যাবকে দেখে দৌড়ে পালানোর কারন জানতে চাইলে অসংলগ্ন উত্তর দিতে থাকে। এতে র্যাব সদস্যদের সন্দেহ আরো বেড়ে যায়াতে তার হাতে থাকা ১টি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করলে ব্যাগের ভিতরে জ্যাকেট দ্বারা মোড়ানো ১টি পলিথিনে ভেতর ৫ টি রিভলবার ও ১০ রাউন্ড গুলি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটককৃত ব্যক্তি জানায়, এই অস্ত্র-গুলি বিক্রয়ের জন্য সুনামগঞ্জ থেকে ঢাকায় নিয়ে এসেছে এবং বিক্রয়ের আগ পর্যন্ত তার কাছে থাকবে। আসামীর কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাইয়ের কাজ চলছে। আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।