প্রধান মেনু

যুক্তরাষ্ট্রের গ্লোবাল মার্কেট বিষয়ক এসিস্ট্যান্ট সেক্রেটারির সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

ঢাকা, ২১ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আন্তর্জাতিক বাণিজ্য প্রশাসন কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল  মার্কেট বিষয়ক এসিস্ট্যান্ট সেক্রেটারি (সহকারী মন্ত্রী) ও বৈদেশিক বাণিজ্যিক দপ্তরের মহাপরিচালক ইয়ান স্টেফ ( Ian Steff) -এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রগুলো তুলে ধরে বলেন, বিদ্যুৎ উৎপাদন, গ্যাস অনুসন্ধান ও  উত্তোলন, এল.এন.জি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ, জ্বালানি নিরাপত্তা অর্জন ইত্যাদি খাতে বিপুল পরিমাণে বিনিয়োগের সুযোগ রয়েছে।

এ বিষয়ে দু’দেশ পরস্পরের সহযোগী হলে উভয় দেশই লাভবান হবে। এ সময়  তিনি  বিনিয়োগের ক্ষেত্র বাড়াতে এবং নতুন নতুন ক্ষেত্র খুঁজতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সভার ওপর গুরুত্বারোপ করেন। মার্কিন এসিস্ট্যান্ট সেক্রেটারি বলেন, সহযোগিতার  ক্ষেত্র বাড়াতে অনেক মার্কিন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। এখন প্রয়োজন একসাথে বসে আলাপ-আলোচনা করা।