প্রধান মেনু

মহেশপুর ভুট্টা ক্ষেত থেকে দিনমজুর এক যুবকের লাশ উদ্ধার

শামীমুল ইসলাম শামীম,ঝিনাইদহ প্রতিনিধি ১৮ডিসেম্বর ২০১৯ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের ভুট্টা ক্ষেত থেকে বুধবার সকালে তারিকুল ইসলাম বিশ্বাস (৩২) নামে দিনমজুর এক যুবকের লাশ উদ্ধার করেছে ৫৮ বিজিবির সদস্যরা। তারিকুল পাচপোতা গ্রামের পশ্চিমপাড়ার আইয়ুব আলী বিশ্বাসের ছেলে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত জুলুলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫১/১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদবপুর ইউনিয়নের লেবুতলা মাঠের ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

সূত্রে জানা গেছে, তারিকুলসহ ৫/৬ জন গরুর রাখাল ভারতে গরু আনতে যায়। বুধবার সকালে একটি ভুট্টোক্ষেতে রহস্যজনক ভাবে তার লাশ পাওয়া যায়। লাশের স্থানে নে একাধিক মানুষের উপস্থিতিতে ভুট্টো ক্ষেতের মধ্যে গর্তের সৃষ্টি হয়েছে। মৃত্যুর আগে তারিকুল গড়াগড়ি করার ফলে তার শরীরের ধুলোমাটি লেগে আছে। তাকে বিশেষ কায়দায় হত্যা করা হতে পারে বলে গ্রামবাসি ধারণা করছে। এদিকে ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান জানান,সীমান্তের কাছে পাওয়া বাংলাদেশী নাগরিক তারিকুলের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ অজ্ঞাত।

এ ব্যাপারে ব্যবস্থা  গ্রহনের জন্য মহেশপুর থানা পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম জানান, সকালে লেবুতলা গ্রামের ভুট্টা ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় বিজিবি। ওসি জানান,তারিকুলের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে মৃত্যুর সঠিক কারণ নির্নয়ে লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা স্থল সীমান্তের জিরো লাইন থেকে বাংলাদেশের ৫’শ গজ অভ্যন্তরে।