প্রধান মেনু

মধু চন্দ্রিমায় বিরুশকা জুটি

বিরাট কোহলি ও আনুশকা শর্মার মধুচন্দ্রিমার ছবি ইন্সটাগ্রামের মাধ্যমে সোশ্যাল

মিডিয়ায় এসে পৌঁছাতেই তা ভাইরাল হয়ে পড়ে। শ্বেতশুভ্র বরফের রাজ্যে কালো জ্যাকেট পরা

দুনিয়া কাঁপানো কপোত-কপোতি। কিন্তু ভক্তদের প্রশ্ন, ঠিক কোথায় আছেন বিরুশকা?

আনুশকা শর্মা তার পোস্টে লিখেছেন, ‘ইন হেভেন, লিটারায়ালি (সত্যি স্বর্গীয়)’। ছবি

দেখে মনে হবে জায়গাটা ইতালি, সুইজারল্যান্ড বা ফ্রান্সেও হতে পারে। সে যেখানেই হোক,

বিরুশকার হানিমুনের প্রথম ছবিটি লাখো শেয়ারে ভাইরাল করে দেন তাদের ভক্তরা।বিয়ের পর এই দুই

তারকা মধুচন্দ্রিমার জন্য যেখানে যাবেন সেই জায়গাই তাদের কাছে স্বর্গ মনে হবে, এটাই

স্বাভাবিক। তবে তারা ঠিক কোথায় আছেন সেই স্থানের নাম এখনও প্রকাশ করেননি। ১১

ডিসেম্বর সকালে ইতালির তাস্কাকনি প্রদেশের ফ্লোরেন্সের এক ঐতিহ্যবাহী রিসোর্টে