প্রধান মেনু

মধুখালীতে আনসারের সম্মানী ভাতা প্রদান

আনোয়ারুল ইসলাম জামিল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে উপজেলা আনসার ও ভিডিপি অফিসের আয়োজনে শারদীয় দুর্গোৎসবের দুর্গা পুজা মন্ডপে কর্তব্য পালন কারী আনসার সদস্যদের সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।

গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায় আনসার সদস্যদের মধ্যে সম্মানী ভাতা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ মধুখালী শাখার সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ফরিদেপুর জেলা সিএ কর্মকর্তা মো.আক্তারুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। উপজেলার ১৪৬টি পুজা মন্ডপে ৭শ ২৬ জন আনসার সদস্য দায়ীত্ব পালন করেছেন। আনসার সদস্যদের মধ্যে ১৭ লক্ষ ৬৯ হাজার ৪৯ টাকা বিতরণ করা হয়েছে।