ভোলায় ভূমিদস্যু কর্তৃক মসজিদ ভেঙ্গে ঘর উত্তোলনের চেষ্টা, রক্তক্ষয়ী সংঘর্ষের অশঙ্কা।

নিজস্ব প্রতিনিধি: ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ চর চটকিমারা বাজারে ১২ বছরের পুরাতন একটি মসজিদ ভেঙ্গে বসত ঘর উত্তোলনের পায়তাড়া চালাচ্ছে স্থানীয় ভূমিদস্যু নলী মোম্বাসহ একটি কু-চক্রি মহল। যে কোন মুহুর্তে মসজিদের মুসল্লী ও ভূমিদস্যুদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের অশঙ্কা রয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে, ওই এলাকার হাজী হজরত আলী দীর্ঘ দিন যাবৎ চরের মানুষদের উন্নতির লক্ষে সরকারি রাস্তা তৈরী করার জন্য নিজের রেকর্র্ডিয় জমি সেচ্ছায় ছেড়ে দিয়েছেন।
অন্যদিকে চটকিমারা বাজারে একটি প্রামারী স্কুল স্থাপনের জন্যও তিনি নিজের জমি দান করেছেন। তেমনি ওই বাজারের মানুষ নামাজ পড়ার জন্য একটি মসজিদ স্থাপন করতে তিনি ১৬ শতাংশ জমি দান করেছেন। এ মসজিদটি প্রতিষ্ঠা করা হয় প্রায় ১২ বছর আগে। দানশীল হযরত আলীর এলাকায় জনপ্রিয়তা ও ধনসম্পদ দেখে হিংসায় জলে ওঠে চটকিমারা ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও এলাকার চিহ্নিত ভূমিদস্যু খলিলুর রহমান (নলী), দুলাল, ইউসুফ ও চিহ্নিত মাদক ব্যবাসায়ী মহাসিনসহ একটি কু-চক্রি মহল।
বিগত দিনে নলী মেম্বারসহ ওই চক্রের লোকেরা হযরত আলীকে এলাকা ছাড়া কারার জন্য হামলা মামলাসহ বিভিন্ন সড়যন্ত্রের জাল বুনতে থকে। কোন ভাবেই তাকে এলাকা ছাড়া করতে না পেরে বর্তমানে ওই এলাকার দুলালকে লঠি হিসেবে ব্যবহার করে সে হযরত আলীর প্রতিষ্ঠিত মসজিদটিকে ভেঙ্গে বসত ঘর তৈরী করার জন্য পায়তাড়ায় লিপ্ত রয়েছে। গতকাল গভীর রাতে ভূমিদস্যু নলী মেম্বারের নেতৃত্বে একদল লাঠিয়াল বাহিনী মসজিদটি ভেঙ্গে ঘর তোলার জন্য ওই বাজারে প্রবেশ করে। পরে স্থানীয় মুসল্লিরা এ অন্যায় কাজে বাঁধা প্রদান করলে তারা পিছু হটতে বাধ্য হয়।
স্থানীয় সূত্রে আরো জানাগেছে, বর্তমানে উল্লেখিত ভূমিদস্যুরা মসজিদ ভেঙ্গে ঘড় তোলার জন্য চেষ্টা অব্যাহত রেখেছে। এ ঘটনায় যেকোন মুহুর্তে মসজিদের মুসল্লী ও ভূমিদস্যুদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের অশঙ্কা রয়েছে। এ ব্যাপারে চটকিমারা বাজার মসজিদের সভাপতি নুরুন্নবী পালোয়ান বাদী হয়ে ভোলা সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।