প্রধান মেনু

ভূরুঙ্গামারীতে “আলোর ফেরীওয়ালা” দিচ্ছে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে-ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানকে বাস্তবে রূপদানের লক্ষ্যে ভূরুঙ্গামারী উপজেলার বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী গ্রাহকদের আবেদনে তাৎক্ষণিক সাড়া দিয়ে বিদ্যুৎ সংযোগ প্রদান শুরু করেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পল্লী বিদ্যুৎ অফিসের ‘আলোর ফেরীওয়ালা’ টিম। বৃহস্পতিবার সকালে উপজেলার দেওয়ানের খামার গ্রামের জাহেদুল ইসলামের বাড়ীতে বিদ্যুৎ সংযোগ প্রদানের মাধ্যমে ‘আলোর ফেরীওয়ালা’ কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূরুঙ্গামারী সাব-জোনাল অফিসের এজিএম একেএম সফিউল আলম।

দেখা গেছে সকালবেলা বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের একটি দল ভ্যানে করে বিদ্যুৎ সংযোগের প্রয়োজনীয় উপকরণ নিয়ে গ্রাহকদের বাড়ীতে গিয়ে হাজির হচ্ছেন। বিদ্যুৎ সংযোগ প্রত্যাশীরা সংযোগ চাওয়া সাথে সাথেই তাদের সংযোগ প্রদান করা হচ্ছে। জমারশিদে মাধ্যমে মাত্র ৫’শ ৬৫ টাকা জমা দিয়েই তাৎক্ষণিক বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকরা। সদ্য বিদ্যুৎ সংযোগ পাওয়া জাহেদুল ইসলাম জানান, কাকো টাকা পইসা না দিয়া এ্যাদন করি নগত নগত কারেন পাওয়া যাইবে এইটা বিশ্বাস কৈরবার পাবা নাইগছং না।

(কাউকে ঘুষ না দিয়ে এভাবে এতো দ্রুত বিদ্যুৎ পাওয়াকে অবিশ্বাস্য মনে হচ্ছে)। এজিএম একেএম সফিউল আলম বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়ন এবং গ্রাহকদের হয়রানি মুক্ত রাখতে আমরা তাদের দুয়ারে-দুয়ারে গিয়ে বিদ্যুৎ সেবা পৌঁছে দেবার চেষ্টা করছি। ভোগান্তি এড়িয়ে অল্প সময়ে কম ব্যয়ে দ্রুত বিদ্যুৎ পেয়ে খুশি বিদ্যুৎ প্রত্যাশীরা।