ভালুকায় সিনটেক্স পলিমার কারখানায় আগুন
উসমান গনি তুহীন, ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় একটি পলিমার কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে কোটি টাকার পণ্য। ভয়াবহ অগ্নীকান্ডের ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে।
জানাযায়, শনিবার (৬ এপ্রিল) দুপুর সোয়া একটার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও শিরিরচালা এলাকায় সিনটেক্স পলিমার ইন্ডা: লিমিটেডের কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ময়মনসিংহ ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম কর্মকর্তা মোখলেসুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে প্রায় ৩ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালক দুলাল মিয়া বলেন, আগুন নিয়ন্ত্রনে ভালুকা, ত্রিশাল, শ্রীপুরের সাতটি ইউনিট কাজ করছে তিন ঘন্টা যাবত। কারখানা কর্তৃপক্ষের আগুন নির্বাপক ব্যবস্থা নেই। পাশ্ববর্তি বাড়ীর পানির পাম্প ও পুকুর থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রনে কাজ করা হয়। ক্ষয়ক্ষতির পরিমান এ মূহুর্তে বলা যাচ্ছে না।
তবে কোম্পানী কর্তৃপক্ষ বলছে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, সিনটেক্স পলিমার ইন্ডা: লিমিটেডের পলিমার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার ঘটেছে। কি কারণে আগুন লেগেছে তার কারণ জানা যায়নি। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রন কাজ তদারকি করেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এই মূহুর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আছে। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে তিনজন কারখানা শ্রমিক জানান, সিলিন্ডার বিষ্ফোরনে কারখানায় অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। কারখানার আশপাশের স্থানীয় বাসিন্দা জানান, এ এলাকায় কোন গ্যাসের সংযোগ নেই। কারখানা কর্তৃপকক্ষ দু‘য়েক দিন পর পর রাত এগারটার পরে অবৈধ গ্যাসের সিলিন্ডার কারখানার ভিতরে প্রবেশ করায়। এসব অবৈধ সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।