ভালুকায় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

উসমান গনি তুহীন ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় এডুকো শিক্ষালয়ে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৩জুন) দুপুরে উপজেলার পাড়াগাঁও গাংগাটিয়া গ্রামে এডুকো শিক্ষালয়ে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ইয়ুথ ফোরামের আয়োজনে ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল। স্কুল পরিচালনা কমিটির সভাপতি নাজিমুদ্দিনের সভাপতিত্বে এ উৎসবে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, এডুকো ভালুকা সাব কোঅর্ডিনেটর আমিনুল ইসলাম, প্রজেক্ট অফিসার জুলিয়ানা নকরেক, প্রধান শিক্ষক নাদিরা আক্তার লিপি, শিক্ষক-কবি সফিউল্লাহ আনসারী, মাদরাসা শিক্ষক রফিকুল ইসলাম, ইয়ুথ ফোরামের সভাপতি আল আমিন, শিক্ষক সুচনা রত্না, শ্রী শ্যামল প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার পাশাপাশি বিনোদনমুল অনুষ্ঠান ও আজকের ফল উৎসবের মতো আয়োজনের গুরুত্ব আরোপ করেন। তিনি মাদক, বাল্যবিয়ের মতো সামাজিক সমস্যা সমাধানে নারী শিক্ষার প্রতি অভিবাবকদের প্রতি আহবান জানান। ফল উৎসবে আম, জাম, লিচু, আনারস, কাঁঠাল, লটকন, কামরাঙ্গাসহ হরেক জাতের ফল প্রদর্শনী ও আপ্যায়ন করানো হয়। অনুষ্ঠান শেষে স্কুল আঙিণায় ফুল ও ফলে চারা রোপন করে পরিবেশ দিবসের কর্মসুচিও পালন করা হয়।