ভালুকায় মাদক ও অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

উসমান গনি তুহীন ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় মাদক ও অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন নির্দেশনায় এসআই ইকবাল হোসেন পিপিএম এর নেতৃত্বে এএসআই আব্দুল বারেক ও সঙ্গীয় এএসআই আমিনুল ইসলাম, কং-৬১৩ মোঃ লুৎফর রহমান, কং-৩৬৮ মোঃ নেছার আলম, সর্ব-ভালুকা মডেল থানা, জেলা- ময়মনসিংহ অত্র থানার সাধারন ডায়রী নং-৫০২ তাং- ১৪/০৬/২০১৯ ইং মোতাবেক ভালুকা মডেল থানা পুলিশ এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে, ভালুকা থানাধীন হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজা ডেওয়াতলী গ্রামের মোঃ জাকির ও লিটন মিয়া, উভয় পিতা-মৃত আকাব্বর হোসেন ডাকাত দ্বয়ের বসত ঘরে অবৈধ মাদকদ্রব্য ক্রয়/বিক্রয় এর সংবাদ পায়। পরে উদ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে ১৫ জুন সকাল ৯টার দিকে সংবাদদাতার বর্ননা মোতাবেক জাকির ও লিটন দ্বয়ের বসত বাড়ীতে পুশিল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পাইয়া ৪/৫ জন লোক দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে আসামীদ্বয়ের জাকির (৩৪) ও লিটন (৪০) দ্বয়কে আটক করে পুলিশ।
এ সময় আসামীদের নিকট হইতে ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসা সহ অন্যান্য সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহ্নত অস্ত্র এবং ২৫১ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ২০ (বিশ) গ্রাম, অবৈধ বাজার মূল্য ৭৫,০০০/-টাকা এবং ১টি পাইপ গান,১টি ধারালো ছুরি, ১টি কেচি, ২টি লাল রংয়ের কার্তুজ উদ্ধার করেছে বলে পুলিশ দাবী করে। এ ব্যাপারে নেতৃত্ব দানকারী এস আই (নি:) ইকবাল হোসেন পিপিএম ১৫/০৬/১৯ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। এএসআই আব্দুল বারেক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা নং-২৮ ও অস্ত্র আইন মামলা নং-২৯ মোঃ জাকির এবং মোঃ লিটন এর নামে ভালুকা মডেল থানার পৃথক ২টি মামলা রজু করেন।