প্রধান মেনু

ভালুকায় বীর মুক্তিযোদ্ধা লাল মিয়ার ইন্তেকাল

উসমান গনি তুহীন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা ও বান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমান (লাল মিয়া) আর নেই। সোমবার (১৪জানুয়ারী) ভোর রাতে তিনি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …. রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪বছর। তিনি স্ত্রী,৩ছেলে ও ২মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন,শুভাকাংখী,শুভানুধ্যায়ী ও সহকর্মী রেখে গেছেন। শুক্রবার আকস্মিক হৃদরোগে আক্রান্ত (মাইনর স্ট্রোক) হলে তাঁকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ্য হলে ঢাকার বাসায় নিয়ে যাওয়ার পর পুনরায় হৃদরোগে আক্রান্ত হন।
চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে গত ভোর রাতে তিনি মৃত্যু বরন করেন। বীর মুক্তিযোদ্ধা ও সদা হাস্যোজ্জল প্রানবন্ত এ শিক্ষক ১৪নং বান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করে প্রধান শিক্ষক হিসেবে ওই বিদ্যালয় ১৯৮৯ সালে অবসর গ্রহন করেন।
তাঁর মৃত্যুতে শিক্ষক সমাজ সহ রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক অঙ্গন শোকাহত।
বেলা ৪.৩০মি. বান্দিয়া স্কুল মাঠে রাস্ট্রীয় মর্যাদায় নামাজে জানা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।