ভালুকায় মুখ দিয়ে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা

উসমান গনি তুহীন ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় অবস্থিত গ্লোরী স্পিনিং মিলে পারভেজ (১৩) নামে এক শিশু শ্রমিককে তার দুই বন্ধু মুখে কম্প্রেসার মেশিনের পাইপ ঢুকিয়ে বাতাস দেওয়ায় সে গুরুতর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার বান্দিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে পারভেজ ওই মিলে মেশিনের তুলার কাজ মত। শুক্রবার দুপুরো সময় পারভেজের কাজ শেষ হয়। গায়ের তুলা পরিচ্ছন্ন করার জন্য একই সেকশনের তার অন্য সহকর্মী হুড়োহুড়ি শুরু করে, কার আগে কে গায়ের তুলা পরিষ্কার করে অফিস থেকে বের হতে পারে। এ সময় পারভেজের সহকর্মী শরীফ ও লিখন মিলে জোরপূর্বক পারভেজের মুখে কম্প্রেসার মেশিনের উচ্চ গতিসম্পন্ন হাওয়ার পাইপ ধরে রাখে।
এতে পারভেজের মুখ দিয়ে বাতাস পেটে ঢুকে গুরুতর আহত হয়ে মেঝেতে পড়ে যায়। মিল কর্তৃপক্ষ পারভেজকে মিলের ভেতরে রেখেই প্রাথমিক চিকিৎসা দেন। রাত ৯টার দিকে পারভেজের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সে মারা যায়।
মিলের জি এম মোখলেছুর রহমানের মোৰাইল ফোনে বারবার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, নিহতের বড় বোন মহিমা আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। বিষয়টি তদন্তপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা নেওয়া হবে।