ভাঙ্গুড়ায় দৃষ্টিনন্দন ছায়াকুঞ্জ পৌর পার্কের উদ্বোধন

শেখ সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া পৌরসভার বড়াল ব্রীজ রেলওয়ে স্টেশনের পাশে নির্মিত দৃষ্টিনন্দন ছায়াকুঞ্জ পৌর পার্ক উদ্বোধন হয়েছে রোববার (১৫ জানুয়ারি)। ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন রোববার দুপুরে পার্কটির উদ্বোধন করেন।
ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বাকি বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান, জেলা পরিষদ সদস্য আসলাম আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, পৌরসভার প্রথম মেয়র ওসমান গনি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল জব্বার ছানা মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ওমর ফারুক রানা প্রমুখ।
ছায়াকুন্জ পৌর পার্কে শিশুদের চিত্তবিনোদনের জন্য দোলনা, নাগরদোলা, রেলগাড়ীসহ বিভিন্ন ধরনের রাইড স্থাপন করা হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামক কর্নার রয়েছে পার্কটিতে। পার্কে আগত শিশু কিশোররা তাদের মানসিক বিকাশের মাধ্যমে এগিয়ে যাবে বলে আশা সংশ্লিষ্টদের।
« কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন (পূর্বের খবর)