ভাঙ্গায় জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী

মোঃ জাকির মুন্সী, ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি : ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে-প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভাঙ্গায় জাতীয় ভোটার দিবস বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এর যৌথ আয়োজনে বৃহস্পতিবার (২ মার্চ )সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন। উপজেলা নির্বাচন অফিসার হাচেন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহামাদুল হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাপোলো নওরোজ প্রমূখ। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য রেলি ভাঙ্গা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।