প্রধান মেনু

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৭ম বৈঠক আজ কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী ফিরোজ রশীদ, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান এবং সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশগ্রহণ করেন।

বিগত সভাগুলোতে পর্যটন, সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস সংক্রান্ত গৃহীত সুপারিশ ও সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদ্‌যাপনের অগ্রগতি সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিমানের ভুয়া টিকিট বুকিং এর সাথে জড়িত কর্মকর্তাদের এবং সংশ্লিষ্ট এজেন্সিগুলোর নামের তালিকা কমিটিতে প্রেরণের সুপারিশ করে কমিটি।

কমিটি দেশি বিদেশি পর্যটকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে পর্যটনকে আরো আকর্ষনীয় ও যুগোপযোগী করে গড়ে তোলার সুপারিশ করে । মুজিব শতবর্ষ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ বিমান ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন গৃহীত বিভিন্ন র্কমসূচি বৈঠকে তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।