বিরামপুরে ফেন্সিডিলসহ গ্রেপ্তার-১
মোঃ ইয়ামিন সরকার, নবাবগঞ্জঃ দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে গত মঙ্গলবার বিকেল পাঁচটায় দুই’শ পঞ্চাশ বোতল ফেন্সিডিলসহ আব্দুর রশিদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
বিরামপুর থানা সুত্রে যানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিত্বে সিনিয়র উপ-পরিদর্শক নাজমুল হকের নেতৃত্বে উপজেলার শিমুলতলী পৌর এলাকার অভিযান চালিয়ে তাইজুল ইসলামের ছেলে অাব্দুর রশিদের বাড়ি তল্লাসি করে দুই’শ পঞ্চাশ বোতল ফেন্সিডিলসহ রশিদকে গ্রেফতার করেছেন।
বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
« কুষ্টিয়ার মিরপুরের গোড়াদহে আগুনে দগ্ধ হয়ে গরু ছাগল ঘরবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। (পূর্বের খবর)