বান্দরবানে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন পার্বত্য বিষয়ক মন্ত্রী

বান্দরবান, ২ আষাঢ় (১৬ জুন): বান্দরবানে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাইয়ের ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অস্বচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
মন্ত্রী আজ বান্দরবান সদরে নিজ বাসভবনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৩ জন নারীর হাতে সেলাই মেশিনগুলো তুলে দেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বদ্ধপরিকর। অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সরকার নানান কর্মমুখী প্রশিক্ষণ প্রদান অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে পার্বত্য অঞ্চলের অস্বচ্ছল নারীদের কর্মমুখী শিক্ষা প্রদানসহ বিনামূল্যে বিভিন্ন আয়সংশ্লিষ্ট যন্ত্রপাতি বিতরণ করছে সরকার। তিনি বলেন, নারীরা এখন পিছিয়ে নেই। প্রতিটি ক্ষেত্রে নারীরা পুরুষের সাথে সমান তালে অবদান রাখছে। তাই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমাদের নারীরা অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম।
মন্ত্রী বলেন, আজ যে ৬৩ জন সরকারি প্রশিক্ষণ গ্রহণসহ বিনামূল্যে সেলাই মেশিন পেলেন, তারা নিজের এলাকার অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী হওয়ার বিষয়ে উৎসাহিত করবেন। তাহলে একদিন এ দেশে আর অসহায় নারী থাকবে না। মন্ত্রী এ সময় সকলকে সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম, বান্দরবান পৌর মেয়র সৌরভ দাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাতসহ জেলা সদর ও উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত অস্বচ্ছল নারীরা উপস্থিত ছিলেন।