প্রধান মেনু

বাউয়েট ক্যাম্পাসে সাইবার নিরাপত্তা সচেতনতায় র‌্যালি

বাগাতিপাড়া(নাটোর)প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে বনলতা হলের উদ্যোগে সাইবার নিরাপত্তা সচেতনতার মাস অক্টোবর উপলক্ষে বিকেলে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। গত মঙ্গলবার (২৫ অক্টোবর) উক্ত হলের প্রভোস্ট ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মোছাঃ আছমা ইয়াসমিন, হলের হাউজ টিউটরগণ এবং ছাত্রীদের অংশগ্রহণে র‌্যালি অনুষ্ঠিত হয়।
র‌্যালিটি হলের প্রধান ফটকের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হলের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে বক্তব্য রাখেন প্রভোস্ট ও সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোছাঃ আছমা ইয়াসমিন।