প্রধান মেনু

বাউফলে ভাসমান অবস্থায় নারী পুরুষের মরদেহ উদ্বার

মোঃ শফিকুল ইসলাম, প্রতিনিধি বাউফল: পটুয়াখালী বাউফলের লোহালিয়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ের দু’টি লাশ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। লাশ দুটির একজন পুরুষ ও একজন মধ্য বয়সী নারী। ১৩ জুন বৃহস্পতিবার বেলা ১০.৪৫ টায় মিনিটে উপজেলার বগা ইউপির ধাউরা ভাঙ্গা গ্রামের লোহালিয়া নদীতে স্থানীয়রা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে অর্ধ গলিত পুরুষের লাশটি উদ্ধার করতে ঘটনাস্থলে যাই এবং ওই সময় আরও একটি নারীর মরদেহ পটুয়াখালী থেকে বগা এলাকার দিকে ভেসে যেতে দেখি। পুরুষ মরদেহটি অনেক দিন আগের ও নারী মরদেহটি দু’একদিনের হতে পারে বলে ধারনা করা হচ্ছে। লাশ দুটি উদ্ধার করে সনাক্তকরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের ব্যবস্থা চলছে।