বাউফলে গলা কেটে হত্যা চেষ্টা

মোঃ শফিকুল ইসলাম,বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফল উপজেলায় এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যাচেষ্টার করা হয়েছে। তার নাম মো. শহিদুল (৪৫)। রোববার রাত সাড়ে ৯টার দিকে বাউফল পৌরসভার ৮নং ওয়ার্ডের ইঞ্জি. ফারুক তালুকদার মহিলা কলেজের নামক স্থানের পশ্চিম পাশের সড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, রাতে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় শহিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ফয়সাল আহম্মেদ বলেন, শহিদুলের গলায় ক্ষতচিহ্ন রয়েছে এবং পেটেও জখম ছিল।
বাউফল পাবলিক মাঠের পূর্ব পাশে একটি চায়ের দোকান আছে শহিদুলের। কারও সঙ্গে তার তেমন কোনো বিরোধ ছিল না বলে জানায় আহতর পরিবার। এ বিষয়ে বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সম্ভাব্য সব বিষয়কে সামনে রেখে পুলিশ তদন্ত করছে।