বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ — ভূমিমন্ত্রী
ঈশ্বরদী (পাবনা), ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ আছেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাঁদের কাজ চালিয়ে যাবেন। মুক্তিযোদ্ধারা আজীবন বঙ্গবন্ধুর সোনার বাংলার সৈনিক হিসেবে শেখ হাসিনার সরকার ও মুক্তিযুদ্ধের পক্ষে আছেন এবং থাকবেন।
মন্ত্রী আজ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বাস্তব উন্নয়ন চিত্র জনগণের সামনে তুলে ধরুন। এ উন্নয়ন দেখাতে পোস্টারের প্রয়োজন হবে না। এলাকার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, ঘরে ঘরে বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামোগত উন্নয়ন সকলই এ সরকারের উন্নয়ন পোস্টার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে ঈশ্বরদী ও আটঘরিয়ার সমস্ত গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল, প্রতি তিন কিলোমিটারের মধ্যে হাইস্কুল ও প্রতি ইউনিয়নে ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেছেন। মন্ত্রী বলেন, ঈশ্বরদী ও আটঘরিয়ায় শিল্প কলকারখানা গড়ে তোলা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন সোনার বাংলা গড়ার – মুক্তিযোদ্ধাদের তিনি শিখিয়ে গিয়েছেন কিভাবে সোনার বাংলা গড়তে হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন। দেশ ও দশের কল্যাণে উন্নত বাংলাদেশ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ভূমিমন্ত্রী।