বঙ্গবন্ধুর সমাধিতে কালিয়া উপজলার নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা
মো: হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল ) প্রতিনিধি: জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নড়াইলের কালিয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও সমর্থকরা। শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে টুঙ্গিপাড়ায় যান নবনির্বাচিত চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে অংশ নেন, কলিয়া পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নড়াইল সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, কালিয়া উপজেলা যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম, বাঐসোনা ইউপি চেয়রম্যান শাহ মো: ফুরকান সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।