প্রধান মেনু

বগুড়ায় ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়িতে এসে যুবক খুন

বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়িতে এসে এক যুবক খুন হয়েছে। শনিবার সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের নির্জন একটি পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবক নাঈম হোসেন(১৮) উপজেলার তালোড়া ইউনিয়নের নলঘড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। নাঈম ঢাকায় একটি দোকানে চাকরি করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, নাঈম হোসেন তার বাবার সঙ্গে ঢাকায় থাকেন। সেখানে একটি দোকানে চাকরি করেন। ঈদের ছুটি কাটাতে গত বৃহস্পতিবার বাড়ি আসেন।

শুক্রবার ইফতারের পর মুঠোফোনে টাকা রিচার্জ করার জন্য বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় তার মা গ্রামের প্রতিবেশীদের বাড়িতে খোঁজখবর করেন। তাকে না পেয়ে মা ঘুমিয়ে পড়েন। সেহেরি খাওয়ার পর মা আবারও খোঁজাখুঁজি করেন। কিন্তু তখনও কোনো সন্ধান পাননি। সকালে গ্রামবাসী প্রায় আধা কিলোমিটার দূরে সিংড়াগাড়ি এলাকার নির্জন একটি পুকুরপাড়ে তার লাশ দেখতে পান।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।