প্রধান মেনু

বগুড়ার নন্দীগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

বগুড়া প্রতিনিধি:  বগুড়ার নন্দীগ্রামে ছেলের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে নন্দীগ্রাম থানার প্রায় ১০০ গজ দূরে পূর্বপাড়া মহল্লায় এই নির্মম মৃত্যুর ঘটনা ঘটে। নিহত আনোয়ার পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি একই এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।

বাবাকে হত্যার পর পরই ছেলে রনি পালিয়েছে। পুলিশ জানিয়েছে রনি নিজেও আহত এবং তাকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। এবিষয়ে নন্দীগ্রাম পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন জানান, পূর্বপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের দুই ছেলের মধ্যে রনি বড়।

কিছুদিন আগে আনোয়ার হোসেন স্থানীয় একটি প্রতিষ্ঠান থেকে কিস্তি ভিত্তিক ঋণ নিয়ে তার বড় ছেলে রনিকে একটি সিএনজি চালিত অটোরিকশা কিনে দেন।

আনোয়ার হোসেন তার ছেলেকে শর্ত বেঁধে দেন যে তাকে প্রতি মাসে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। কিন্তু তার ছেলে রনি কিস্তি পরিশোধ করছিল না। এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে আনোয়ার হোসেন ছেলে রনির কাছে কিস্তি পরিশোধ না করার কারণ জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় রনি তার বাবার সঙ্গে তর্কে লিপ্ত হয় এবং এক পর্যায়ে সে ধারালো চাকু দিয়ে তার বাবার পেটে আঘাত করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নন্দ্রীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, ঝগড়ার এক পর্যায়ে বাবা-ছেলে দু’জনেই সংঘর্ষে লিপ্ত হয়। তিনি জানান, ছেলে রনিও আহত, তবে সে পলাতক। তাকে খোঁজা হচ্ছে।