প্রধান মেনু

বগুড়ার তালোড়ায় যুবলীগের উদ্যোগে বৃক্ষের চারা রোপণ

নিজস্ব প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কার্যক্রমের অংশ হিসেবে দুপচাঁচিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে ও উপজেলা বনবিভাগের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার প্রদত্ত বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।গত মঙ্গলবার বিকেলে বগুড়া জেলার তালোড়া পৌর এলাকার সাবলা মহল্লায় এ বৃক্ষের চারা রোপণ করেন দুপচাঁচিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন তালোড়া পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, আ’লীগ নেতা সফিউল আলম নয়ন, দুপচাঁচিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান চৌধুরী, তালোড়া পৌর যুবলীগের সভাপতি কাইয়ুম হোসেন, দুপচাঁচিয়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হক, তালোড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক রাসেল সরদার, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, যুবলীগ নেতা জিয়া, এনামুল হক, শামিম, মোস্তফা, মাহবুব, সাবেক ছাত্রলীগ নেতা কৃষ্ণ কুমার বাবু, ছাত্রলীগ নেতা মোরসালিন মোল্লা, ওমর ফারুক, সোয়াইব হোসেন, নাফিউল, সুমন পাল প্রমুখ। এ দিন ৫শত টি বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।