ফরিদপুর নানা আয়োজনে ফরিদপুরে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃমাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও যুবলীগের পতাকা উত্তোলন করা হয়। পরে দলটির নেতাকর্মীরা ৪৭ পাউন্ডের বিশাল একটি কেক কেটে জন্মদিনের শুভ সূচনা করেন।
এছাড়াও বেলা সাড়ে ১১টার সময় দলীয় কার্যালয়ের সামনে থেকে সুসজ্জিত বিশাল বর্নাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি জসিমউদ্দিন হল চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে কয়েক হাজার নেতা কর্মী অংশ নেন। র্যালীটি দৃষ্টি নন্দন করতে জাতীয় পতাকা, যুবলীগের পতাকাসহ বিভিন্ন ধরনের প্লাকার্ড বহন করা হয়। এছাড়াও র্যালীতে অর্ধশত ঘোড়ার গাড়ী সজ্জিত অবস্থায় অংশ নেয় ।
এ সকল কর্মকান্ডে অন্যানের মধ্যে অংশ নেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সবুল চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহবায়ক এএইচএস ফোয়াদ, সভাপতি শওকত আলী জাহিদ, অনিমেষ রায়, জাহিদ ব্যাপারী, মনির হোসেন, আক্কাস হোসেন প্রমুখ।
« ডিজিটাল সেন্টারকে ‘ওয়ানস্টপ সার্ভিস সেন্টার’ হিসেবে গড়ে তুলছে সরকার –এলজিআরডি মন্ত্রী (পূর্বের খবর)