ফরিদপুরে কামাল ইউসুফ ও নায়াব ইউসুফের পক্ষে ত্রাণসামগ্রী বিতরণ

মোঃমাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বন্যাকবলিত সাদিপুর, খুশির বাজার, জাহাঙ্গীরের মোড় এলাকার এলাকার বানভাসি ৬ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছে বিএনপি।
আজ শনিবার সকাল হতে দুপুর পর্যন্ত কোতায়ালী থানা বিএনপি উদ্যেগে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে এসব সামগ্রী প্রদান করা হয়।
ফরিদপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাফর হোসেন, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান রঞ্জন, শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজাউল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, সিনিয়র সহ-সভাপতি এমটি আক্তার টুটুল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সহ-সভাপতি এম এম ইউসুফ, কোতয়ালী থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহেদ আল ফারুক,সাবেক ভিপি মোঃ সেলিম হোসেন উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যাকবলিত ৬ শতাধিক পরিবারের ৫ কেজি চাল, ৫ কেজি আটা দেয়া হয়।
« বড়লেখার ট্রিপল মার্ডার মামলার ২ আসামি ৩ দিনের রিমান্ডে (পূর্বের খবর)
(পরের খবর) বঙ্গবন্ধুর খুনীকে এ বছরই দেশে আনার জোর প্রক্রিয়া চলছে ——–পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন »