ফরিদপুরে কাগজপত্র বিহীন ও নকল স্টিকার ব্যাবহার করা নারকেল তৈলের কারখানা
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর কানাইপুর বিসিক শিল্প নগরী এলাকায় কাগজপত্র বিহীন ও নকল স্টিকার ব্যাবহার করা নারকেল তৈলের কারখানার সন্ধান পাওয়া গেছে। অনুসন্ধানে দেখা যায়, ফরিদপুর সদর কানাইপুর বিসিক শিল্প নগরী এলাকায় মের্সাস সোলাইমান ট্রেডার্স নাম করণ একটি নারকেল তৈল কারখানায় দীর্ঘ ৮বছর ধরে নারকেল তৈল উৎপাদন করে চলছে, অথচ কারখানায় কোন নাম না থাকায় বাইরে থেকে কোন ভাবে বোঝার উপায় নেই, এই কারখানায় কি তৈরী করা হয়।
সাংবাদিক পরিচয় দিয়ে কারখায় ভিতরে ডুকতে গেলে কোন মতেই ডুকতে দেবে না, কারখানার মালিক মোঃ বাদশা মিয়া।অনেক ধরনের কথা বলার মাধ্যমে এক পর্যায়ে ভিতরে ডুকে দেখা যায় এটি একটি নারকেল তৈলের কারখানা।
কারখানার ভিতর ডুকতেই দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশ বস্ত বস্ত ভরা টিনের বক্স, প্লাস্টিকের ড্রাম,স্টিকার বিহীন ছোট ছোট বতল, গপনীয় একটি কক্ষ্য।যে কক্ষের মধ্যে কোন মতেই ডুকতে নিতে না রাজ কারখানার মালিক মোঃবাদশা মিয়া ও তার কর্মচারী বৃন্দ।
অনুসন্ধানে আরো দেখা যায়, বাংলাদেশের বাইরে থেকে আসা নামিদামি কম্পনির পর্ননের স্টিকার ব্যাবহার করে র্যাবসীন আঠা দিয়ে তৈল উৎপাদন করে ভাটিকা, প্যারাসোট, কিউট, টিববত, ডাপ এর স্টিকার ব্যাবহার করে এই তৈল বাজারজাত করণ করা হয়। পাশাপাশি অবশিষ্ট তৈল টিনের বক্স,প্লাস্টিকের ড্রাম ভরে ফরিদপুর সদর উপজেলায় প্রতিটি জায়গায় বাজারজাত করণ করা হয়ে থাকে। এই বিষয়ে জানতে চাইলে কারখানার মালিক মোঃবাদশা মিয়া বলেন, আপনার কথায় বিশ্বাস করে কারখানায় ডুকতে দেয়াটাই আমার ভুল হয়েছে, আপনাদের আমি কিছুই দেখাবো না কিছুই বলবো না, আপনারা যা পারেন করেন।