প্রধান মেনু

ফকির দেলোয়ার হোসেনের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

ঢাকা, ১২ কার্তিক (২৮ অক্টোবর) : ঢাকা জেলার সরকারি কৌঁসুলি (জিপি) এবং ঢাকা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ফকির দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী আজ শোকবার্তায় বলেন, ফকির দেলোয়ার হোসেন ছিলেন একজন দক্ষ, অভিজ্ঞ ও বিশ্বস্ত আইনজীবী। যে কারণে তিনি ২০০৯ থেকে মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ সময় জিপি পদে অধিষ্ঠিত ছিলেন। তাঁর মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতিতে এক বিশাল শূন্যতা তৈরি হলো।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার  মাগফেরাত  কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।