প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে — প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
            
                     
                        
       		চিলমারী (কুড়িগ্রাম), ২৮ অগ্রহায়ণ (১৩ ডিসেম্বর) : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। জলবায়ু পরিবর্তন ছাড়াও নদীবিধৌত ব-দ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সংকটের মুখোমুখি। তবে বর্তমান সরকার প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় বাস্তবমুখী বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে চলেছে। প্রতিমন্ত্রী আজ কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধ প্রকল্পের আওতায় জোড়গাছ এলাকায় তীর সংরক্ষণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বন্যা, ঘূর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প, নদী ভাঙন, জলাবদ্ধতা ও পানি বৃদ্ধি এবং মাটির লবণাক্ততাকে প্রধান প্রাকৃতিক বিপদ হিসেবে চিহ্নিত করেছে। এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় এলাকার জনগণের ভাগ্যোন্নয়নের কাজ করছে। উদ্বোধন অনুষ্ঠানে চিলমারী উপজেলার চেয়ারম্যান বীর বিক্রম শওকত আলী সরকারের সভাপতিত্বে কুড়িগ্রাম জেলার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ-সহ প্রমুখ বক্তৃতা করেন। এর আগে প্রতিমন্ত্রী নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি-সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।












