প্রধান মেনু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঝিনাইদহে ছাত্রলীগের আনন্দ র‌্যালী ও সমাবেশ

শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ প্রতিনিধি, ০৩মার্চ ২০২১ঃ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ঝিনাইদহে আনন্দ র‌্যালী ও সমাবেশ করেছে ছাত্রলীগ।জেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার বিকেলে সরকারি কেসি কলেজ চত্বর থেকে আনন্দ র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করার পুরো অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখ করে তার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান।