পাউবো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ইফতার অনুষ্ঠিত

আজ মতিঝিলস্থ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর সম্মেলন কক্ষে বাংলাদেশ পাউবো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাউবো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি খন্দকার মাইনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মঈনউদ্দীনের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘এক সময় পানি সম্পদ মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের আওতাধীন পানি উন্নয়ন বোর্ড সম্পর্কে এদেশের মানুষের অম্ল-মধুর ধারণা ছিল। গত চার মাসে কিছুটা হলেও সেই ধারণার ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়েছে। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতার কারণে এই ইতিবাচক পরিবর্তন এসেছে বলে তিনি জানান। এ জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। আগামী দিনে ইতিবাচক এই ধারা আরো ত্বরান্বিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গরিব দুঃখী মানুষের নির্ভরযোগ্য বন্ধু, তিনি সবসময় তাদের ভাগ্যোন্নয়নে কাজ করেন।
তাঁর স্বপ্ন গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আমিবিশ্বাস করি পানি সম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে পাউবো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সকল কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন পূরণেনিরলসভাবে কাজ করবেন।’ এই সময় অন্যান্যের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত মোঃ সচিব রোকন উদ-দৌলাসহ পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য সংস্থা ও ট্রাস্টি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধিকামনা করে মোনাজাত করা হয়।