পাইকগাছা পৌর সদরসহ বিভিন্ন স্থানে চেয়ারম্যানপ্রার্র্থী মন্টু’র গণসংযোগ
এস, এম, আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছা পৌর সদরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যানপ্রার্র্থী আনোয়ার ইকবাল মন্টু।
বঙ্গবন্ধুর একান্ত সহোচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও সাবেক এমএনএ শহীদ এম,এ গফুরের জ্যেষ্ঠপুত্র উপজেলা আওয়ামীলীগনেতা আনোয়ার ইকবাল মন্টু বৃহস্পতিবার সকালে সরল বাজার, গদাইপুরের নতুন বাজার, চাঁদখালী ও পৌর সদরসহ জনগুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি আগামী পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আওয়ামীলীগনেতা শেখ মোহাম্মদ আলী, নির্মল অধিকারী, গাজী নজরুল ইসলাম, আব্দুল মজিদ বয়াতী, সুভাষ মন্ডল, জাকির হোসেন, আহম্মদ গোলদার, আজিজ গোলদার, লুৎফর সরদার, মোক্তার গাজী, শুকুরুজ্জামান, নজরুল গোলদার, নূর মোহাম্মদ, নাসির গোলদার, আক্তার গোলদার, শফি, রশিদ, কাশেম ফকির, অতুল মন্ডল, হাতেম সরদার, কেসমত গাজী, ইউনুস গাজী ও খলিল গোলদার।