পাইকগাছায় স্কুল ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে দু’যুবককে জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় স্কুল ছাত্রীদের উত্যাক্ত করার অভিযোগে দুই যুবককে আটক করার পর জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গদাইপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে নাজমুল ইসলাম (১৯) ও মঠবাটী গ্রামের আবু হানিফ মোড়লের ছেলে ইয়াসিন মোড়ল (১৮) ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসার পথে উত্যাক্ত করছিল।
এ সময় থানা পুলিশ অভিযান চালিয়ে দু’যুবককে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না আটক দু’যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) মোঃ রহমত আলী, এসআই নাজমুল হুদা ও পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।