প্রধান মেনু

পাইকগাছায় অপহৃত এসএসসি ফলপ্রার্থীকে ২ দিন পর উদ্ধার : অপহরণকারী আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ খুলনার পাইকগাছা থেকে অপহৃত এসএসসি ফলপ্রার্থীকে ২ দিন পর বটিয়াঘাটা থেকে উদ্ধার ও অপহরণকারীকে পুলিশ আটক করেছে। সোমবার রাতে
গোপন সংবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে একটি চায়ের দোকানের সামনে থেকে ভিকটিমকে উদ্ধার ও আসামীকে আটক করে।

রোববার রাত ১১টায় উপজেলার বিগরদানা গ্রামের সুবোধ কবিরাজের ছেলে পার্থ কবিরাজ এসএসসি ফলপ্রার্থী স্থানীয় বিগরদানার সমীরণ রায়ের মেয়েকে অপহরণ করে। দীর্ঘদিন যাবৎ তাকে উত্যক্ত করত বলে ভিকটিমের পিতা জানায়। ভিকটিমকে উদ্ধারের পর পাইকগাছা থানায় একটি অপহরণ মামলা হয়েছে।

এ ঘটনায় পার্থ কবিরাজ, তার পিতা সুবোধ কবিরাজ ও শিবপ্রসাদ রায়ের ছেলে ভবেশ (পল্টু)কে আসামী করে ভিকটিমের পিতা মামলা করে। এ ব্যাপারে ওসি এজাজ শফী জানান, অপহরণকারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।