প্রধান মেনু

পাইকগাছার কপিলমুনি ও লতায় বৃক্ষরোপন ও মাদক   বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

এস, এম, আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রীনবেল্ট কর্মসূচির আওতায় উপজেলার কপিলমুনি ও লতা ইউনিয়নে বৃক্ষরোপন ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় মিলনায়তনে ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দারের সভাপতিত্বে ও পরে লতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।

কপিলমুনিতে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, ইউপি সদস্য আব্দুল আজিজ বিশ্বাস, শেখ রবিউল ইসলাম, আলা উদ্দীন মোড়ল, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, আব্দুস সালাম ও কুমকুম রানী। লতাতে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য বারিক গাজী, কৃষ্ণ রায়, আলমগীর খলিফা, প্রদীপ মহলদার, সেবানন্দ রায়, দেবাশীষ রায়, বিশ্বজিৎ শীল, শিউলী ও জাবেদ। পৃথক অনুষ্ঠানে দুই ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।